শিল্পী- জেমস (ফিলিংস)
অ্যালবাম- স্টেশন রোড
সুরকার- জেমস
গীতিকার- জেমস
বছর- ১৯৮৭
বিভাগ- ব্যান্ড
Ager Jonome Tumi Chile Amar Lyrics In Bengali:-
আগের জনমে তুমি ছিলে আমার
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়
আগের জনমে তুমি ছিলে আমার
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়
সেই চোখ আর এই চোখ
যেন আগের মত হাসে
সেই চোখ আর এই চোখ
যেন আগের মত হাসে
ভুলে গেছ তুমি মনে রাখনি আমায়
ভুলে গেছ তুমি
সেই মন আর এই মন
যেন আগের মত উচ্ছল
সেই মন আর এই মন
যেন আগের মত উচ্ছল
চলে গেছ তুমি ফিরে আসোনি আবার
চলে গেছ তুমি
আগের জনমে তুমি ছিলে আমার
আর এই জনমে তুমি ভুলে গেলে আমায়
Ager Jonome Tumi Chile Amar Lyrics In English:-
ager jonome tumi chile amar
aar ei jonome tumi bhule gele amae
aar ei jonome tumi bhule gele amae
shei chokh aar ei chokh
jeno ager moto hashe |
bhule gecho tumi mone rakhoni amaae
bhule gecho tumi
shei mon aar ei mon
jano aager motoi ucchol
chole gecho tumi fire ashoni abar
chole gecho tumi