ADS

Ama Tore Akarone (আমা-তরে অকারণে)- Bengali Lyrics.

Share:




নাম- আমা-তরে অকারণে
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
অন্যান্য- গীতিনাট্য
রাগ - সুর- খাম্বাজ
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- প্রতিভা দেবী:ইন্দিরা দেবী




           
                     আমা-তরে অকারণে




আমা - তরে অকারণে , ওগাে পিতা, ভেবাে না।
অদূরে সরযূ বহে , দূরে যাব না।
পথ যে সরল অতি ,
চপলা দিতেছে জ্যোতি-
তবে কেন , পিতা, মিছে ভাবনা।
অদূরে সরযূ বহে, দূরে যাব না৷৷