ADS

Amader Sokhire Ke Niye Jabe Re - (আমাদের সখীরে কে নিয়ে যাবে রে) Bengali Song Lyric And History.

Share:




নাম- আমাদের সখীরে কে নিয়ে যাবে রে
রচনাকাল- ১২৯০
কবির বয়স- ২২
রাগ সুর- দেশ
তাল- দাদরা
স্বরলিপিকার- ইন্দিরা দেবী








       আমাদের সখীরে কে নিয়ে যাবে রে




আমাদের সখীরে কে নিয়ে যাবে রে—
তারে কেড়ে নেব, ছেড়ে দেব না-না-না।
কে জানে কোথা হতে কে এসেছে।
কেন সে মােদের সখী নিতে আসে—দেব' না৷
সখীরা পথে গিয়ে দাড়াব, হাতে তার ফুলের বাঁধন জড়াব,
বেঁধে তায় রেখে দেব' কুসুমবনে- সখীরে নিয়ে যেতে দেব’