“হেমলক সোসাইটি” সৃজিত মুখার্জি পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। এটি এমন একটি সমাজের ধারণার চারপাশে ঘোরে যা তাদের জীবন শেষ করতে ইচ্ছুক ব্যক্তিদের সাহায্য করে। অন্ধকার হাস্যরস এবং আবেগগত গভীরতার মিশ্রণের সাথে ফিল্মটি জটিল থিমগুলি অন্বেষণ করে৷ প্রতিভাবান গায়ক অনুপম রায়, লোপামুদ্রা মিত্র এবং রূপঙ্কর বাগচীকে সমন্বিত করে “আমার মত তোর মতন কেও নেই” চলচ্চিত্রের জনপ্রিয় গানগুলির মধ্যে একটি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অনুপম রায় নিজেই।
Film : Hemlock Society
Song Name : Amar Mote tor moton keo nei
Singers :Anupam Roy,Lopamudra mitra,Rupankar Bagchi
Music and Lyrics: Anupam Roy
Direction: Srijit Mukherji
Producer : Shree Venkatesh Films
Amar Mote Tor Moton Keo Nei Lyrics In Bengali:
কতবার তোর আয়না ভেঙে চুরে,
ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই।
কতবার তোর কাঁচা আলোয় ভিজে,
গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই।
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার,
এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার,
হয়ত নদীর কোন রেশ ..
রাখতে পারিনি অবশেষ।
অথবা খেলায় সব হাতগুলো হারবার
পরেও খেলেছি এক দান,
বুঝিনি কিসের এত টান।
কখনো চটি জামা ছেড়ে রেখে,
রাস্তায় এসে দাঁড়া
কখনো চটি জামা ছেড়ে রেখে,
রাস্তায় এসে দাঁড়া।
কতবার তোর আয়না ভেঙে চুরে,
ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই।
কতবার তোর কাঁচা আলোয় ভিজে,
গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই।
তোর বাড়ির পথ যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়,
তারও বেশী ধরা পড়ে যায়।
তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক,
কষতে বারণ ছিলো তাই,
কিছুই বোঝা গেল না প্রায়।
কখনো চটি জামা ছেড়ে রেখে,
রাস্তায় এসে দাড়া
কখনো চটি জামা ছেড়ে রেখে,
রাস্তায় এসে দাড়া।
কতবার তোর আয়না ভেঙে চুরে,
ঘুরে তাকাই
আমার মতে তোর মতন কেউ নেই।
কতবার তোর কাঁচা আলোয় ভিজে,
গান শোনাই
আমার মতে তোর মতন কেউ নেই
আমার মতে তোর মতন কেউ নেই লিরিক্স অনুপম রায় লিরিক্স:
Katobar tor aayna bhenge-chure ghure taakai,
Amar mote tor moton keu nei.
Katobar tor kancha-aaloy bhije gaan shonai,
Aamar mawte tor moton keu nei
Ei mrito-mahadeshe roddur barbar,
E mrito-mahadeshe roddur barbar,
Hoyto nodir kono resh,
Rakhte parini oboshesh..
Othoba khelay sob hatgulo harbar
Poreo khelechi ek daan,
Bujhini kiser eto tan…!
Kakhono choti jama chhere rekhe raastay ese daara !
Kakhono choti jama chhere rekhe rastay ese daanra !
Kotobar tor aayna bhenge-chure ghure taakai,
Amar mawte tor moton keu nei.
Kotobar tor kancha-aaloy bhije gaan shonai,
Amar mawte tor moton keu nei….
Tor barir pothe juktir sainya,
Tor barir pothe juktir sainya,
Jatota lukiye kobitaay,
Taro beshi dhora pore jaay…………….
Tor uthon jure bishal anko……
Koshte baron chhilo tai,
Kichhui bojha gelo na praay !
Kakhono choti jama chhere rekhe raastay ese daara !
Kakhono choti jama chhere rekhe rastay ese daanra !
FAQs
1: Who are the singers of the song “Amar Mote Tor Moton Keo Nei”?
: The song “Amar Mote Tor Moton Keo Nei” is sung by Anupam Roy, Lopamudra Mitra, and Rupankar Bagchi.
2: Who composed the music and wrote the lyrics for the song?
: The music and lyrics for “Amar Mote Tor Moton Keo Nei” were composed and written by Anupam Roy.
3: In which film is the song “Amar Mote Tor Moton Keo Nei” featured?
: The song “Amar Mote Tor Moton Keo Nei” is featured in the film “Hemlock Society”.
4: Who directed the film “Hemlock Society”?
: The film “Hemlock Society” was directed by Srijit Mukherji.
5: Who produced the film “Hemlock Society”?
: “Hemlock Society” was produced by Shree Venkatesh Films.