ADS

Amar Pran Je Bakul Hoyeche (আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে) - Bengali Lyrics.

Share:




নাম- আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ - সুর- মিশ্র ঝিঝিট-খাম্বাজ
তাল- মধ্যমান
স্বরলিপিকার- ইন্দিরা দেবী








              আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে




আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে,
হা তাত, একবার আয় রে।
ঘােরা রজনী, একাকী,
কোথা রহিলে এ সময়ে!
প্রাণ যে চমকে মেঘগরজনে,
কী হবে কে জানে।