নাম- আর কি আমি ছাড়ব তােরে
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ - সুর- টৌড়ি
তাল- ঝাঁপতাল
আর কি আমি ছাড়ব তােরে
আর কি আমি ছাড়ব তােরে।
মন দিয়ে মন নাই বা পেলেম,
জোর ক'রে রাখিব ধ'রে।
শূন্য করে হৃদয়পুরী মন যদি করিলে চুরি
তুমিই তবে থাকো সেথায় শূন্য হৃদয় পূর্ণ ক'রে ॥