নাম– আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
শিল্পী– জেমস
অ্যালবাম– নীরবতা
সুরকার– জেমস
বিভাগ– ব্যান্ড
Aro Kichukhon Ki Robe Bandhu Lyrics By James

Aro Kichukhon Ki Robe Bandhu Lyrics In Bengali:-
আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।
আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে।
কাজলো সে চোখের অতল গভীরে
হারিয়ে যে আমি একাকার
মিষ্টি সে সুরে রিনিঝিনি কাঁকন
দিয়েছে যে আমায় পরপার
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।
আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।
সাগরেরই বুকে উড়ে যায় গাংচিল
তুমি যেন তার ঠিকানা
জীবনেরই পথে একে যাই যার ছবি
তুমি যেন তার উপমা
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।
আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে ।।
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা ।।
আরও কিছুক্ষণ কি রবে বন্ধু
আরও কিছু কথা কি হবে
Aro Kichukhon Ki Robe Bandhu Lyrics In English:-
Aro Kichukhon Ki Robe Bandhu
Aro kichu kotha ki hobe
Bolbe ki sudhu valobashi tomay
Bolbe ki sudhu tumi je amar
Muche fele sob jorota
Aro Kichukhon Ki Robe Bandhu
Aro kichu kotha ki hobe
Kajalo se otol ghovire
Hariye je ami eak-kar
Misti se sure Rini-jhini kakon
Diyeche je amay porpar
Bolbe ki sudhu tumi je amar
Bolbe ki sudhu tumi je amar
Muche fele sob jorota