Aro Sheet Lyrics (আরো শীত ) Anupam Roy Dwitiyo Purush

Song Name : Aro Sheet

Album : Dwitiyo Purush (2013)

Singer : Anupam Roy

Music on : SVF Music

Aro Sheet Lyrics In Bengali:-

                       
আরো শীত চুয়ে পড়ুক গাছের পাতার তলায়
আরো শীত ছড়িয়ে যাক তোর কথা বলায়,
আরো শীত বাক্স বন্দি কিছু ইচ্ছে আছে
আরো শীত লেপ তোষকমোড়া আমার কাছে।
রোদ বুনেছে উলের নেশায় রেলিং পাহারায়
খয়েরি বিপ্লব জেগে আছে পথের চেহারায়।
আমি কাঁটাতারেই সুখি
এই কুয়াশাতে উঁকি দিয়ে,
রাজি মিথ্যে নিতে।
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
আরও শীত বয়ে বেড়াক কমলালেবুর ঝুড়ি;
আরও শীত চিনে ফেলুক দিনের আলোর চুরি
আরও শীত জ্বালাক আগুন এই ফুটপাথের রাত
আরও শীত মনে পড়াক, পুরনো আঘাত।
অবাধ যত্নে সামলে চলা
ফুরিয়ে যাবার ভয়,
ভাবলি কেনো দুঃখ পাবো?
দুঃখ আমার নয়
আমি কাঁটাতারেই সুখি
এই কুয়াশাতে উঁকি দিয়ে,
রাজি মিথ্যে নিতে।
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
আরও শীত..
আরো শীত লিরিক্স – অনুপম রায় :

Aro Sheet Lyrics In English:

Aro sheet chuye poruk gacher patar tolay
Aro sheet chariye jak tor kotha bolay
Aro sheet  baksho bindi kichu icche ache
Aro sheet  lep toshokmora amar kache
rod buneche uler neshay reling paharay
khoyeri biplob jege ache pother cheheray.
ami kata-tarai sukhi
ai kuyashate unki diye,
raji mittha nite.
asole sotti hole sotti kichu nei
Aro sheet boye berak komlalebur jhuri
Aro sheet chine feluk diner allor churi
Aro sheet jalak agun ai footpather raat
Aro sheet  mone poorak purono aghat.
obadhe jotne samle chola furiye jabar voy
vabli keno dukkho pabo
dukkho amar noy
ami kata-tarai sukhi
ai kuyashate unki diye,
raji mittha nite.
asole sotti hole sotti kichu nei
1. কোন অ্যালবামে “আরো শীত” গানটি রয়েছে?
“আরো শীত” গানটি 2013 সালে প্রকাশিত “দ্বিতীয় পুরুষ” অ্যালবামের।
2. আরো শীত গানটির গায়ক কে?
‘আরো শীত ’ গানটি গেয়েছেন অনুপম রায়।
3. “দ্বিতীয় পুরুষ” অ্যালবামটি কোন সঙ্গীত লেবেলে প্রকাশ করেছে?
“দ্বিতীয় পুরুষ” অ্যালবামটি SVF মিউজিকের মিউজিক লেবেলের অধীনে প্রকাশিত হয়েছিল।
4. আপনি কি “দ্বিতীয় পুরুষ” অ্যালবাম সম্পর্কে আরও তথ্য দিতে পারেন?
“দ্বিতিয় পুরুষ” হল 2013 সালে প্রকাশিত একটি বাংলা অ্যালবাম৷ এতে অনুপম রায়ের “আরো শীত” গানটি রয়েছে৷
See also  Phanka Frame Lyrics -ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি By Anupam Roy