Ay Tobe Sahachori (আয় তবে সহচরী) Bengali Song Lyrics.

 নাম- আয় তবে সহচরী

রচনাকাল- ১২৮৬
কবির বয়স-১৮
পর্যায়- প্রেম
উপ পর্যায়- প্রেমবৈচিত্র্য
রাগ – সুর- ছায়ানট
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর;প্রতিভা দেবী
 আয় তবে সহচরী




আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান
আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান
আন তবে বীণা
আন তবে বীণা
সপ্তম সুরে বাঁধ তবে তান
আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান
পাশরিব ভাবনা, পাশরিব যাতনা
রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ
পাশরিব ভাবনা, পাশরিব যাতনা
রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ
আন তবে বীণা
আন তবে বীণা
সপ্তম সুরে বাঁধ তবে তান
আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান
ঢালো ঢালো শশধর
ঢালো ঢালো জোছনা
সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি
ঢালো ঢালো শশধর
ঢালো ঢালো জোছনা
সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি
উলসিত তটিনী
উলসিত তটিনী…
See also  Maharajo Lyrics (মহারাজ ) Ek Je Chhilo Raja | Rabindranath Tagore | Jisshu | Sahana | Samantak | Srijit | SVF