ADS

Basanta Provate Ek Malatir Ful (বসন্ত-প্রভাতে এক মালতীর ফুল) - Bengali Lyrics.

Share:




নাম- বসন্ত-প্রভাতে এক মালতীর ফুল
রচনাকাল- ১২৮৮
কবির বয়স- ২০
রাগ - সুর- মিশ্র গৌড় সারং
তাল- ঝাঁপতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী





            বসন্ত-প্রভাতে এক মালতীর ফুল




বসন্তপ্রভাতে এক মালতীর ফুল
প্রথম মেলিল আঁখি তার, চাহিয়া দেখিল চারি ধার ||
উষারানী দাঁড়াইয়া শিয়রে তাহার
দেখিছে ফুলের ঘুম-ভাঙা। হরষে কপােল তার রাঙা ||
মধুকর গান গেয়ে বলে, মধু কই। মধু দাও দাও।
হরষে হৃদয় ফেটে গিয়ে ফুল বলে, 'এই লও লও।
বায়ু আসি কহে কানে কানে, ফুলবালা, পরিমল দাও।
আনন্দে কাদিয়া কহে ফুল, যাহা আছে সব লয়ে যাও।
হরষ ধরে না তার চিতে, আপনারে চাহে বিলাইতে,
বালিকা আনন্দে কুটি-কুটি পাতায় পাতায় পড়ে লুটি ৷৷