ADS

Bodhua Asomoye Keno He Prokash (বঁধুয়া অসময়ে কেন হে প্রকাশ) - Bengali Lyrics.

Share:




নাম- বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ
রচনাকাল- ১২৮৮
কবির বয়স- ২০
রাগ - সুর- ইমন
তাল- ঝাঁপতাল
স্বরলিপিকার- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়






              বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ
           



বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ।
সকলই যে স্বপ্ন ব'লে হতেছে বিশ্বাস।
তুমি গগনেরই তারা মর্তে এলে পথহারা-
এলে ভুলে অশ্রুজলে আনন্দেরই হাস ||