ADS

Chi Chi Sokha, Ki Korile (ছি ছি সখা, কী করিলে) Bengali Lyrics.

Share:






নাম- ছি ছি সখা, কী করিলে
রচনাকাল- ১২৮৭
কবির বয়স- ১৯
রাগ - সুর- ছায়ানট কাজ কম
তাল- ঝাঁপতাল





                 ছি ছি সখা, কী করিলে 



ছি ছি সখা,কী করিলে,
কোন্ প্রাণে পরশিলে
কামিনীকুসুম ছিল বন আলাে করিয়া।
মানুষ-পরশ-ভরে
শিহরিয়া সকাতরে
ওই-যে শতধা হয়ে পড়িল গাে ঝরিয়া।
জান তাে কামিনী-সতী
কোমল কুসুম অতি-
দূর হতে দেখিবার,ছুঁইবার নহে সে।
দূর হতে মৃদু বায় গন্ধ তার দিয়ে যায়,
কাছে গেলে মানুষের শ্বাস নাহি সহে সে ।
মধুপের পদক্ষেপে পড়িতেছে কেঁপে কেঁপে,
কাতর হতেছে কত প্রভাতের সমীরে।
পরশিতে রবিকর
শুকাইছে কলেবর,
শিশিরের ভরটুকু সহিছে না শরীরে।
হেন কোমলতাময়। ফুল কি না ছুঁলে নয়-
হায় রে কেমন বন ছিল আলাে করিয়া ।
মানুষ-পরশ-ভরে
শিহরিয়া সকাতরে
ওই-যে শতধা হয়ে পড়িল গাে ঝরিয়া ||