ADS

E Ki E Ghor Bon Lyrics (এ কী এ, ঘাের বন) - Bengali Swaralipi

Share:






নাম- এ কী এ, ঘাের বন
রচনাকাল- ১২৮৭
কবির বয়স- ১৯
রাগ - সুর- দেশ-মল্লার
তাল- ত্রিতাল।
স্বরলিপিকার- প্রতিভা দেবী:দিনেন্দ্রনাথ ঠাকুর।।




                 এ কী এ, ঘাের বন



এ কী এ ঘাের বন!-- এনু কোথায়!
পথ যে জানি না, মােরে দেখায়ে দে না।
কী করি এ অাঁধার রাতে।
কী হবে মাের হায়।
ঘন ঘাের মেঘ ছেয়েছে গগনে,
চকিত চপলা চমকে সঘনে,
একেলা বালিকা
তরাসে কাপে কায়।


No comments