ADS

E Ki E Sthir Chapala(এ কী এ, এ কী এ, স্থির চপলা) - Bengali Lyrics.

Share:




নাম- এ কী এ, এ কী এ, স্থির চপলা
রচনাকাল- ১২৮৭
কবির বয়স- ১৯
রাগ - সুর - ভূপালী
 তাল -  কাহারবা
স্বরলিপিকার - প্রতিভা দেবী;দিনেন্দ্রনাথ ঠাকুর





            এ কী এ, এ কী এ, স্থির চপলা




এ কী এ, এ কী এ, স্থির চপলা!
কিরণে কিরণে হল সব দিক উজলা।
কী প্রতিমা দেখি এ--জোছনা মাখিয়ে,
কে রেখেছে আঁকিয়ে আ মরি কমলপুতলা৷৷