ADS

E Ki E Sundor Shova(এ কী এ সুন্দর শােভা) - Bengali Lyrics.

Share:
নাম- এ কী এ সুন্দর শােভা
রচনাকাল- ১২৮৭
কবির বয়স- ১৯
পর্যায়- পূজা
উপ পর্যায়- সুন্দর
রাগ - সুর- ইমন-ভূপালী
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- প্রতিভা দেবী:কাঙালীচরন সেন|||

                  এ কী এ সুন্দর শােভা
একি এ সুন্দর শােভা! কী মুখ হেরি এ!
আজি মাের ঘরে আইল হৃদয়নাথ,
প্রেম-উৎস উথলিল আজি৷৷
বলাে হে প্রেমময় হৃদয়ের স্বামী,
কী ধন তােমারে দিব উপহার।
হৃদয় প্রাণ লহাে লহাে তুমি, কী বলিব-
যাহা-কিছু আছে মম সকলই লও হে নাথ।

No comments