নাম– একের ভেতর তিন
শিল্পী– জেমস
অ্যালবাম– ধুন
সুরকার– জেমস
বিভাগ– ব্যান্ড
Ek Er Vitor Tin Lyrics By James :-
Ek Er Vitor Tin Lyrics In Bengali:-
কৈশোর, যৌবন, বৃদ্ধ এ তিন;
সচেতন, অচেতন, উদাসীন।
অতীত, ভবিষ্যৎ, বর্তমান…
তরল, জ্বলিও ও কঠিন।
দিন দিন প্রতিদিন
হিসেবটা ইদানিং
দেখে নিন, বুঝে নিন, চিনে নিন..
কৈশোর, যৌবন, বৃদ্ধ এ তিন;
সচেতন, অচেতন, উদাসীন।
একের ভেতর তিন!
একের ভেতর তিন!
একের ভেতর তিন!
একের ভেতর তিন!
উত্তম, মধ্যম, কিংবা প্রথম;
ভাল, মন্দ, অর্থহীন….
পক্ষ, বিপক্ষ, নিরপেক্ষ;
তৃতীয় চোখে নিজেকে দেখ……
আছে দুরে অসীম
আলিফ লাম মিম
খুঁজে নিন, ভেবে নিন, ডেকে নিন…..
উত্তম, মধ্যম, কিংবা প্রথম;
ভাল, মন্দ, অর্থহীন….
একের ভেতর তিন!
একের ভেতর তিন!
একের ভেতর তিন!
একের ভেতর তিন!
ওরে তিন পথের এক পথিক
আমির, ফকির, শেষে মুসাফির…..
ত্রিভুজের তিন বাহু মুক্ত স্বাধীন
পরিচয়, প্রেম, ভালবাসাহীন…..
দিন দিন প্রতিদিন
হিসেবটা ইদানিং
বলে দিন কতদিন তুমিহীন?
ত্রিভুজের তিন বাহু মুক্ত স্বাধীন……
একের ভেতর তিন!
একের ভেতর তিন!
একের ভেতর তিন!
একের ভেতর তিন!
Ek Er Vitor Tin Lyrics In English:-
Koishor ,joubon ,briddho e tin
Socheton ,Ocheton udashin
Otith ,vobishot ,bortoman
Torol,jolio o kothin
din Din protidin
Hisabta protidin
Dekhe nin bujhe nin chine nin
Koishor ,joubon ,briddho e tin
Socheton ,Ocheton udashin
Ek Er Vitor Tin din
Ek Er Vitor Tin din
Ek Er Vitor Tin din