Ek Nodi Jamuna Lyrics (এক নদী যমুনা) ByJames

নাম-এক নদী যমুনা
শিল্পী- জেমস
অ্যালবাম- পিয়ানো
সুরকার- প্রিন্স মাহমুদ
গীতিকার- জেমস
বিভাগ- ব্যান্ড

Ek Nodi Jamuna Lyrics By James

Ek Nodi Jamuna Lyrics In Bengali:-

আমি আর আমার দু’চোখ 
কখনো জলে ভেজাবো না
এ ব্যথা আমারই থাক,
 চাই না কারও সান্ত্বনা
পৃথিবী ভালবাসে না, 
ভালবাসতেও সে জানে না
কান্নায় লাভ নেই, 
কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা
টেনে নিয়ে বুকের কাছে,
ছুঁড়ে দেয় ধূলোর মাঝে
ভালবাসার নিয়ম মানিনা
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই,
কান্নায় হবে না কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা
ডুবেছিল মায়াজালে হৃদয়
সেই ক্ষত এখনো কথা কয়
ভালবাসার নিয়ম মানি না
তাইতো অশ্রু এখন আসে না
দিও না, দিও না, সান্ত্বনা
কান্নায় লাভ নেই, কান্নায় হবে না 
কোনোদিন পদ্মা-মেঘনা
দিনের আলোয় শুকিয়ে যাবে সে
হবে না তো এক নদী যমুনা
See also  Mon Amar Pathorer Deyel Lyrics (মন আমার পাথরের দেয়াল সে এক) By James