ADS

Gahan kusumakunja-maajhe(গহনকুসুমকুঞ্জ-মাঝে) Bengali Lyrics.

Share:






নাম- গহনকুসুমকুঞ্জ-মাঝে
রচনাকাল- ১২৮৪
কবির বয়স- ১৬
পর্যায়- উপ পর্যায়
অন্যান্য- ভানুসিংহ ঠাকুরের পদাবলী
রাগ- সুর- কীর্তন
তাল- একতাল।
স্বরলিপিকার- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর:সরলা দেবী।



গহনকুসুমকুঞ্জ-মাঝে

গহন কুসুমকুঞ্জ-মাঝে      মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লােকলাজে     সজনি, আও আও লাে৷৷
পিনহ চারু নীল বাস,          হৃদয়ে প্রণয়কুসুমরাশ,
হরিণনেত্রে বিমল হাস,       কুঞ্জবনমে আও লাে৷৷
ঢালে কুসুম সুরভভার,         ঢালে বিহগসুরবসার,
ঢালে ইন্দু অমৃতধার           বিমল রজতভাতি রে।
মন্দ মন্দ ভূঙ্গ গুঞ্জে,           অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে     বকুল যূথি জাতি রে।
দেখ, লাে সখি, শ্যামরায়       নয়নে প্রেম উথল যায়   
মধুর বদন অমৃতসদন        চন্দ্রমায় নিন্দিছে।
আও আও সজনিবৃন্দ      , হেরব সখি শ্রীগােবিন্দ
শ্যামকো পদারবিন্দ ভানুসিংহ বন্দিছে৷৷