ADS

Hasi Keno Nai O (হাসি কেন নাই ও) - Bengali Lyrics.

Share:
.



নাম- হাসি কেন নাই ও
রচনাকাল- ১২৮৮
কবির বয়স- ২০
রাগ- সুর- মিশ্র কাফি
স্বরলিপিকার- ইন্দিরা দেবী






                       হাসি কেন নাই ও




হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে।
দেখাে, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে৷৷
তােমারে মলিন দেখি ফুলেরা কঁদিছে সখী
শুধাইছে বনলতা কত কথা আকুল বচনে৷৷
এসাে সখী, এসাে হেথা, একটি কহাে গাে কথা-
বলাে, সখী, কার লাগি পাইয়াছ মনােব্যথা।
বলাে, সখী, মন তাের আছে ভাের কাহার স্বপনে।