ADS

Hriday Mor Komol Ati (হৃদয় মাের কোমল অতি) - Bengali Lyrics.

Share:




নাম- হৃদয় মাের কোমল অতি
রচনাকাল- ১২৮৮
কবির বয়স- ২০
রাগ - সুর- মিশ্র গৌড় সারং
তাল- ঝাঁপতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী






                 হৃদয় মাের কোমল অতি




হৃদয় মাের কোমল অতি, সহিতে নারি রবির জ্যোতি,
লাগিলে আলাে শরমে ভয়ে মরিয়া যাই মরমে।
ভ্রমর মাের বসিলে পাশে তরাসে আঁখি মুদিয়া আসে,
ভূতলে ঝ'রে পড়িতে চাহি আকুল হয়ে শরমে।
কোমল দেহে লাগিলে বায় পাপড়ি মাের খসিয়া যায়,
পাতার মাঝে ঢাকিয়া দেহ রয়েছি তাই লুকায়ে।
আঁধার বনে রূপের হাসি ঢালিব সদা সুরভিরাশি,
আঁধার এই বনের কোলে মরিব শেষে শুকায়ে।