ADS

Je Valobasuk Se Valobasuk (যে ভালােবাসুক সে ভালােবাসুক)- Bengali Lyrics.

Share:




নাম- যে ভালােবাসুক সে ভালােবাসুক
রচনাকাল- ১২৮৮
কবির বয়স- ২০
রাগ - সুর- মিশ্র সুর







             যে ভালােবাসুক সে ভালােবাসুক




যে ভালােবাসুক সে ভালােবাসুক সজনি লাে, আমরা কে!
দীনহীন এই হৃদয় মােদের কাছেও কি কেহ ডাকে ||
তবে কেন বলাে ভেবে মরি মােরা কে কাহারে ভালােবাসে!
আমাদের কিবা আসে যায় বলাে কেবা কাদে কেবা হাসে!
আমাদের মন কেহই চাহে না, তবে মনখানি লুকানাে থা—
প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ ||
যদি, সখী, কেহ ভুলে মনখানি লয় তুলে,
উলটি-পালটি ক্ষণেক ধরিয়া পরখ করিয়া দেখিতে চায়,
তখনি ধূলিতে হুঁড়িয়া ফেলিবে নিদারুণ উপেখায়।
কাজ কী লাে, মন লুকানাে থাক্‌, প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ
হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া হরষে প্রমােদে মাতিয়া থা ||