ADS

Khela Kor Khela Kor (খেলা কর খেলা কর) - Bengali Lyrics.

Share:





নাম- খেলা কর, খেলা কর
রচনাকাল- ১২৮৭
কবির বয়স- ১৯
রাগ - সুর- কালাংড়া
তাল- কাওয়ালি







                    খেলা কর, খেলা কর




খেলা কর খেলা কর তােরা কামিনীকুসুমগুলি।
দেখ সমীরণ লতাকুঞ্জে গিয়া কুসুমগুলির চিবুক ধরিয়া
ফিরায়ে এ ধার, ফিরায়ে ও ধার, দুইটি কপােল চুমে বারবার
মুখানি উঠায়ে তুলি।
তােরা খেলা কর, তােরা খেলা কর কামিনীকুসুমগুলি।
কভু পাতা-মাঝে লুকায়ে মুখ, কভু বায়ু-কাছে খুলে দে বুক,
মাথা নাড়ি নাড়ি না কভু নাচ্ বায়ু-কোলে দুলি দুলি।
দুদণ্ড বাঁচিবি, খেলা তবে খেলা প্রতি নিমিষেই ফুরাইছে
বেলা,
বসন্তের কোলে খেলাশ্রান্ত প্রাণ ত্যজিবি ভাবনা ভুলি ||