ADS

Ki Korinu Hay (কী করিনু হায়) - Bengali Lyrics.

Share:



নাম- কী করিনু হায়
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ - সুর-  বেহাগ আড়াঠেকা
স্বরলিপিকার- ইন্দিরা দেবী







                           কী করিনু হায়





কী করিনু হায়!
এ তাে নয় রে করীশিশু! ঋষির তনয়!
নিঠুর প্রখর বাণে রুধিরে আপ্লুত কায়,
কার রে প্রাণের বাছা ধুলাতে লুটায়!
কী কুলগ্নে না জানি রে ধরিলাম বাণ,
কী মহাপাতকে কার বধিলাম প্রাণ!
দেবতা, অমৃতনীরে হারা প্রাণ দাও ফিরে,
নিয়ে যাও মায়ের কোলে মায়ের বাছায়।