Mon Amar Pathorer Deyel Lyrics (মন আমার পাথরের দেয়াল সে এক) By James

নাম-মন আমার পাথরের দেয়াল সে এক
শিল্পী– জেমস
সুরকার– জেমস
গীতিকার– জেমস
বিভাগ– ব্যান্ড

Mon Amar Pathorer Deyel Lyrics By James :-

 Mon Amar Pathorer Deyel Lyrics In Bengali:-

মন আমার পাথরের দেয়াল সে এক
যত আঘাত কর সব সহ্য করেই যাবে
মন আমার তুমি যত দুরে যাও
আজীবন তোমাকে ভালবেসে তবু যাবেই
কত ভালবাসা তোমার জন্য রাখা
সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে।
ভালবাসা আমার সুদৃশ্য কাঁচ তো নয়
একটু আঘাতে চূর্ণ সে হবেই।
এই ভালবাসা গোলাপের পাপড়ি নয়
একটু বাতাসে ঝরে কেন যাবে ? ।।
কত ভালবাসা তোমার জন্য রাখা
সে কথা তুমি যদি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে।
এই ভালবাসা গিটারের শুরে বাঁধা
নেওন’এর শুর সে তো তুলে যাবেই।
মনের মিছিল এতটা ছোট নয়
তোমার সামনে স্লোগান সে দেবেই ।।
কত ভালবাসা তোমার জন্য রাখা
সে কথা যদি তুমি জানতে
বুক চিরে দেখাতে পারলে
লুকিয়ে চোখ তুমিও কানতে।

 Mon Amar Pathorer Deyel Lyrics In Engish:-

Mon amar pathorer deyel se Eak
Joto aghat koro sob sojjho korei jabe
Mon amar joto dure jao
Aajibon tomake valobeshe tobu jabe
Koto valobasha tomar jonno rakha
Se kotha tumi jodi jante
Buk chire dekhte parle
Lukiye chokh tumi kante
See also  Likhte Parina Kono Gaan Lyrics (লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া) By James