Moron Re, Tuhu Momo Syamsaman (মরণ রে, তুহু মম শ্যামসমান) – Bengali Lyrics.







নাম– মরণ রে, তুহু মম শ্যামসমান
রচনাকাল– ১২৮৮
কবির বয়স– ২০
রাগ – সুর– ভৈরবী-কীর্তন
তাল– কাহারবা
স্বরলিপিকার– ইন্দিরা দেবী:সমরেশ চৌধুরী
             মরণ রে, তুহু মম শ্যামসমান
মরণ রে, তুহু মম শ্যামসমান।
মেঘবরণ তুঝ, মেঘজটাজুট,
রক্তকমলকর, রক্ত-অধরপুট,
তাপবিমােচন করুণ কোর তব
মৃত্যু-অমৃত করে দান ॥
আকুল রাধা-রিঝ অতি জরজর,
ঝরই নয়নদউ অনুখন ঝরঝর-
তুহু মম মাধব, তুহু মম দোসর,
তুহু মম তাপ ঘুচাও ।
মরণ, তু আও রে আও |
ভুজপাশে তব লহ সম্বােধয়ি,
আঁখিপাত মঝু দেহ তু রােধয়ি,
কোর-উপর তুঝ রােদয়ি রােদয়ি
নীদ ভরব সব দেহ।
উঁহুঁ নহি বিসরবি, উঁহুঁ নহি ছােড়বি,
রাধাহৃদয় তু কবহু ন তােড়বি,
হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন-
অতুলন তোহার লেহ।
গগন সঘন অব, তিমিরমগন ভব,
তড়িতচকিত অতি, ঘাের মেঘরব,
শালতালতরু সভয়-তবধ সব-
পন্থ বিজন অতি
একলি যাওব তুঝ অভিসারে,
তুহু মম প্রিয়তম, কি ফল বিচারে-
ভয়বাধা সব অভয় মূর্তি ধরি
See also  Bhalobese Sokhi Nibhrite Lyrics (ভালোবেসে সখী নিভৃতে) Rabindra Sangeet