ADS

Oi Bishadini Bina Ay Sokhi - (অয়ি বিষাদিনী বীণা, আয় সখী)Bengali Lyrics.

Share:





নাম - অয়ি বিষাদিনী বীণা, আয় সখী
রচনাকাল - ১২৮৫
কবির বয়স - ১৭
রাগ - সুর - বাহার
তাল - কাওয়ালি





           অয়ি বিষাদিনী বীণা, আয় সখী




অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লাে সেই-সব পুরানাে গান
বহুদিনকার লুকানাে স্বপনে ভরিয়া দে-না লাে আঁধার প্রাণ ||
হা রে হতবিধি, মনে পড়ে তাের সেই একদিন ছিল
আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনােদিনী বীণা করে লয়ে
যে গান গেয়েছি সে গান শুনিয়া জগত চমকি উঠিয়াছিল ।
আমি অর্জুনেরে— আমি যুধিষ্ঠিরে করিয়াছি স্তনদান ।
এই কোলে বসি বাল্মীকি করেছে পুণ্য রামায়ণ গান।
আজ অভাগিনী আজ অনাথিনী
ভয়ে ভয়ে ভয়ে লুকায়ে লুকায়ে নীরবে নীরবে কঁদি,
পাছে জননীর রােদন শুনিয়া একটি সন্তান উঠে রে জাগিয়া!
কাদিতেও কেহ দেয় না বিধি ||
হায় রে বিধাতা, জানেনা তাহারা সে দিন গিয়াছে চলি
যে দিন মুছিতে বিন্দু-অশ্রুধার কত-না করিত সন্তান আমার-
কত-না শােণিত দিত রে ঢালি ||