শিল্পীঃ– জেমস (ফিলিংস)
অ্যালবাম– জেল থেকে বলছি
সুরকার– জেমস
গীতিকার– লতিফুল ইসলাম শিবলী
বছর– ১৯৯০
বিভাগ– ব্যান্ড
Peshadar Khuni Lyrics In Bengali:-
আঁধারের বুক চিরে আততায়ী
অশুভ ছায়ার মত নেমে আসে জনপদে
নেই অভিবেক্তি চোখে মুখে
রক্ত হিম করা সাহস বুকে জেগে আছে
হাজার লোকের ভিড়ে সে
অতিসাধারন এক ব্যক্তি জেগে থাকে
শীত শীত নিস্পাপ চোখটা
পেশাদার খুনী সেই লোকটা
পেশাদার খুনীটা…।
সিগারেটে দম দিয়ে টান টান পেশিতে
সুখে সুখে টার্গেট খুঁজে নেয় সে
রাতের আঁধারে আততায়ী হয়ে
আঘাতের জায়গাটা বুঝে নেয় সে
ভয় পাওয়া মানুষের শুনে শেষ চিৎকার নিথর পাথর
রাতের আঁধারে আততায়ী হয়ে
আঘাতের জায়গাটা বুঝে নেয় সে
ভয় পাওয়া মানুষের শুনে শেষ চিৎকার নিথর পাথর
তবু টলেনি…
অমানুষীক বিভিষিকা খবরের পাতা জুড়ে (২)
শীতল চোখের সেই কপাল পোড়া
নিস্পাপ চোখের ঐ কপাল পোড়া
সর্বনাশা সেই খুনীটা…।
সিগারেটে দম দিয়ে টান টান পেশিতে
সুখে সুখে টার্গেট খুঁজে নেয় সে
বাম হাতে টাকা পেলে ডানহাতে
কিনে নেয়া মৃত্যু ছিনে আনে
প্রয়োজনে লোকটা হঠাৎ হয়ে যায় হিংস্র সর্বনাশা
বাম হাতে টাকা পেলে ডানহাতে
কিনে নেয়া মৃত্যু ছিনে আনে
প্রয়োজনে লোকটা হঠাৎ হয়ে যায় হিংস্র সর্বনাশা
অমানুষীক বিভিষিকা খবরের পাতা জুড়ে (২)
শীতল চোখের সেই কপাল পোড়া
নিস্পাপ চোখের ঐ কপাল পোড়া
সর্বনাশা
সেই খুনীটা…।
আঁধারের বুক চিরে আততায়ী
অশুভ ছায়ার মত নেমে আসে জনপদে
নেই অভিবেক্তি চোখে মুখে
রক্ত হিম করা সাহস বুকে জেগে আছে
হাজার লোকের ভিড়ে সে
অতিসাধারন এক ব্যক্তি জেগে থাকে
শীত শীত নিস্পাপ চোখটা
পেশাদার খুনী সেই লোকটা
পেশাদার খুনীটা
Peshadar Khuni Lyrics In English:-
Andharer buk Chere atotai
Osubho chayar moto neme ase jonopoth
Nei obhibekti chokhe mukhe
Rokto him kore Sahos buke jege ache
Hajar loker vire se
Oti sadharao eak bekti jege thake
Sheet sheet nispap chokhte
Peshadar khuni sei lokta
Peshadar khunita
Sigarate e dom diye tan tan peshite
Sukhe sukhe tergete khunje ney se
Rater andhare ato-tai hoiye
Aaghater jaygate khunje ney se
Voy paoa manusher shune shes chitkar nithor pathor
Rater andhare ato-tai hoiye
Aaghater jaygate bujhe ney se
Voy paoa manusher shune shes chitkar nithor pathor
Tobu toleni
Omanushik bivishika khoborer pata jure
sheetol chokher oi kopal pora
Nispap chokher oi kopal pora
Sorbonasha sei khunita