ADS

Saadher kaanone mor ropan (সাধের কাননে মাের রােপণ) Bengali Lyrics.

Share:নাম- সাধের কাননে মাের রােপণ
রচনাকাল- ১২৮৪
কবির বয়স- ১৬
অন্যান্য- প্রেম ও প্রকৃতি
রাগ-সুর -জয়জয়ন্তী
তাল -ঝাঁপতাল


সাধের কাননে মাের রােপণ
সাধের কাননে মাের         রােপণ করিয়াছিনু
একটি লতিকা, সখী, অতিশয় যতনে।
প্রতিদিন দেখিতাম         কেমন সুন্দর ফুল
ফুটিয়াছে শত শত হাসি-হাসি আননে।
প্রতিদিন সযতনে        ঢালিয়া দিতাম জল,
প্রতিদিন ফুল তুলে গাঁথিতাম মালিকা।
সােনার লতাটি আহা     বন করেছিল আলাে-
সে লতা ছিড়িতে আছে নিরদয় বালিকা ?
কেমন বনের মাঝে        আছিল মনের সুখে
গাঁঠে গাঁঠে শিরে শিরে জড়াইয়া পাদপে।
প্রেমের সে আলিঙ্গনে।        স্নিগ্ধ রেখেছিল তারে
কোমল পল্লবদলে নিবারিয়া আতপে।
এতদিন ফুলে ফুলে।        ছিল ঢলােঢলাে মুখ,
শুকায়ে গিয়াছে আজি সেই মাের লতিকা।
ছিন্ন অবশেষটুকু     এখনাে জড়ানাে বুকে-
এ লতা ছিড়িতে আছে নিরদয় বালিকা ?