ADS

Sakhire Pirit Bujhbe Ke (সখিরে পীরিত বুঝবে কে) Bengali Songs Lyrics.

Share:

নাম- সখিরে পীরিত বুঝবে কে
রচনাকাল- ১২৮৪
অন্যান্য- ভানুসিংহ ঠাকুরের পদাবলী
রাগ-সুর- টৌডি



সখিরে পীরিত বুঝবে কে




সখি রে, পিরীত বুঝবে কে!
আঁধার হৃদয়ক দুঃখকাহিনী বােলব, শুনবে কে।
রাধিকার অতি অন্তরবেদন কে বুঝবে অয়ি সজনী।
কে বুঝবে, সখি, রােয়ত রাধা কোন দুখে দিনরজনী।
কলঙ্ক রটায়ব জনি, সখি, রটাও- কলঙ্ক নাহিক মানি,
সকল তয়াগব লভিতে শ্যামক একঠো আদরবাণী।
মিনতি করি লাে সখি, শত শত বার, তু শ্যামক না দিহ গারি-
শীল মান কুল অপনি, সজনি, হম চরণে দেয়নু ডারি।
সখি লাে, বৃন্দাবনকো দুরুজন মানুখ পিরীত নাহিক জানে,
বৃথাই নিন্দা কাহ রটায়ত হমার শ্যামক নামে।
কলঙ্কিনী হম রাধা, সখি লাে, ঘৃণা করহ জনি মনমে।
ন আসিও ত কব, সজনি লাে, হমার আঁধা ভবনমে।
কহে ভানু অব, বুঝবে না, সখি, কোহি মরমকো বাত-
বিরলে শ্যামক কহিও বেদন বক্ষে রাখয়ি মাথ৷