ADS

Sara Borosh Dekhi (সারা বরষ দেখি) - Bengali Lyrics.

Share:




নাম- সারা বরষ দেখি
রচনাকাল- ১২৮৮
কবির বয়স- ২০
রাগ- সুর- কালাংড়া
তাল- একতাল
স্বরলিপিকার- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়:ইন্দিরা দেবী







                     সারা বরষ দেখি




সারা বরষ দেখি নে, মা, মা তুই আমার কেমন ধারা।
নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা।
এলি কি পাষাণী ওরে। দেখব তােরে আঁখি ভ'রে-
কিছুতেই থামে না যে, মা, পােড়া এ নয়নের ধারা।