Shaon Gagane Ghor Ghanaghata Lyrics (শাঙনগগনে ঘাের ঘনঘটা) Bengali Songs

নাম- শাঙনগগনে ঘাের ঘনঘটা
রচনাকাল- ১২৮৪
কবির বয়স- ১৬
পর্যায়- প্রকৃতি
উপ পর্যায়- বর্ষা
 রাগ- সুর- পিলু-মল্লার
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- দিনেন্দ্রনাথ ঠাকুর
         শাঙনগগনে ঘাের ঘনঘটা
শাঙনগগনে ঘাের ঘনঘটা,    নিশীথযামিনী রে।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত,  ঘন ঘন গর্জিত মেহ।
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত,  থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিঝিরিঝিম্ রিঝি বরখত নীরদপুঞ্জ।
শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ।
কহ রে সজনী,  এ দুরুযােগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বজায়ত সকরুণ রাধা নাম।
মােতিম হারে বেশ বনা দে,  সীথি লগা দে ভালে।
উরহি বিলুন্ঠিত লােল চিকুর মম বাঁধহ চম্পকমালে।
গহন রয়নমে ন যাও,  বালা, নওলকিশােরক পাশ।
গরজে ঘন ঘন,  বহু ডর পাওব, কহে ভানু তব দাস৷৷
See also  Amal Dhabal Pale Legeche Lyrics (অমল ধবল পালে লেগেছে ) Rabindra Sangeet