ADS

Shuno Nolini Kholo Go Akhi Lyrics (শুন নলিনী, খােলাে গাে আঁখি) By Radindra Nath

Share:
নাম- শুন নলিনী, খােলাে গাে আঁখি
রচনাকাল- ১২৮৫
কবির বয়স- ১৭
রাগ - সুর- খট
তাল- খেমটা
স্বরলিপিকার- ইন্দিরা দেবী


শুন নলিনী, খােলাে গাে আঁখি লিরিক্স




শুন নলিনী, খােলাে গাে আঁখি—
ঘুম এখনাে ভাঙিল না কি!
দেখাে, তােমারি দুয়ার-'পরে
সখী, এসেছে তােমারি রবি।
শুনি প্রভাতের গাথা মাের
দেখাে ভেঙেছে ঘুমের ঘাের,
জগত উঠেছে নয়ন মেলিয়া নূতন জীবন লভি।
তবে তুমি কি সজনী জাগিবে নাকো,
আমি যে তােমারি কবি৷৷
প্রতিদিন আসি, প্রতিদিন হাসি,
প্রতিদিন গান গাহি-
প্রতিদিন প্রাতে শুনিয়া সে গান
ধীরে ধীরে উঠ চাহি।
আজিও এসেছি, চেয়ে দেখাে দেখি
আর তাে রজনী নাহি।
আজিও এসেছি, উঠ উঠ সখী,
আর তাে রজনী নাহি।
সখী, শিশিরে মুখানি মাজি
সখী, লােহিত বসনে সাজি
দেখাে বিমল সরসী-আরশির 'পরে অপরূপ রূপরাশি।
থেকে থেকে ধীরে হেলিয়া পড়িয়া
নিজ মুখছায়া আধেক হেরিয়া
ললিত অধরে উঠিবে ফুটিয়া শরমের মৃদু হাসি৷৷