ADS

Shuvodine Aseche Dehe (শুভদিনে এসেছে দেহে) - Bengali Lyrics.

Share:
.



নাম- শুভদিনে এসেছে দেহে
রচনাকাল- ১২৮৮
কবির বয়স- ২০
রাগ - সুর- বেহাগ
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী







             
              শুভদিনে এসেছে দেহে





শুভদিনে এসেছে দেহে চরণে তােমার,
শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে আর।।
যে প্রেম সুখেতে কভু মলিন না হয়, প্রভু,
যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল আকার।
যে প্রেম সমান ভাবে রবে চিরদিন,
নিমেষে নিমেষে যাহা হইবে নবীন।
যে প্রেমের শুভ্র হাসি প্রভাতকিরণরাশি,
যে প্রেমের অশ্রুজল শিশির উষার।
যে প্রেমের পথ গেছে অমৃতসদনে
সে প্রেম দেখায়ে দাও পথিক-দুজনে।
যদি কভু শ্রান্ত হয় কোলে নিয়াে দয়াময়-
যদি কভু পথ ভােলে দেখায়াে আবার৷৷