ADS

Sokoloi Phuralo Swapan Pray (সকলই ফুরালাে স্বপন প্রায়) - Bengali Lyrics.

Share:



নাম- সকলই ফুরালাে স্বপন প্রায়
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ-সুর- পাশ্চাত্য ভাঙ্গা সুর
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী







               আমার ফুরালাে স্বপন প্রায়





সকলই ফুরালাে স্বপনপ্রায়!
কোথা সে লুকালাে, কোথা সে হায়!
কুসুমকানন হয়েছে ম্লান,
পাখিরা কেন রে গাহে না গান-
ও সব হেরি শূন্যময়- কোথা সে হায়!
ও সব হেরি শূন্যময়-- কোথা সে হায়!
কাহার তরে আর ফুটিবে ফুল,
মাধবী মালতী কেঁদে আকুল,
সেই যে আসিত তুলিতে জল,
সেই যে আসিত পাড়িতে ফল,
ও সে আর আসিবে না-- কোথা সে হায় ||