নাম- তুই রে বসন্তসমীরণ
রচনাকাল- ১২৮৮
কবির বয়স- ২০
রাগ - সুর- কাফি
তাল- ঝাঁপতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী
তুই রে বসন্তসমীরণ
তুই রে বসন্তসমীরণ ।
তাের নহে সুখের জীবন |
কিবা দিবা কিবা রাতি পরিমলমদে মাতি
কাননে করিস বিচরণ ।
নদীরে জাগায়ে দিস লতারে রাগায়ে দিস।
চুপিচুপি করিয়া চুম্বন
তাের নহে সুখের জীবন।
শাে বলি বসন্তের বায়,
হৃদয়ের লতাকুঞ্জে আয়।
নিভৃত নিকুঞ্জ ছায়
হেলিয়া ফুলের গায়
শুনিয়া পাখির মৃদু গান
লতার-হৃদয়ে-হারা সুখে-অচেতন-পারা
ঘুমায়ে কাটায়ে দিবি প্রাণ।
তাই বলি বসন্তের বায়,
হৃদয়ের লতাকুঞ্জে আয় ||