Enjoy the song LYRICS''Anirban" with Bengali & English Lyrics sung by Nachiketa Chakrabort
Song: Anirban
Artist: Nachiketa Chakraborty
Music Director: Nachiketa Chakraborty
Lyricist: Nachiketa Chakraborty
Album Title: Best Of Nachiketa
Anirban Lyrics By Nachiketa Chakraborty:-
Anirban Lyrics In Bengali:-
সেই ফেলে আসা,
মেঠো পথের বাকে দু পায়ে ধুলো,
আজো দাড়িয়ে সে ভাবছে কি হ'ল,
তবে কি মিছে ছিলো সেই দিনগুলো,
সেই শেকল ভাঙ্গার গান।
শোন, তবে আজ,
ছুরে ফেলেছি মণি-মুক্তার সাজ,
সাতটা সাগর বুকে তুলছে আওয়াজ,
নেমেছি পথে দু চোখেতে সন্ধান,
আমি আসছি অনির্বাণ;
আমি আসছি অনির্বাণ,
সেই প্রশ্নের দিতে জবাব।
ও হো হো হো হো হো ও হো হো হো
সুখ আছে তোর চেখে তোর বুকে আমার গান।
লা লালা লালা লালা লালা লা)
ফের যাবো তোর সাথে,
রোদ্দুর নিয়ে হাতে,
যেখানে একা একা,
ছিলো তোর পথ চলা।
রোদ বৃষ্টিতে মাখা, মানুষে মানুষে ঢাকা,
অন্তরে প্রান্তরে কথা বলা।।
পায়ে পায়ে হেটে যাবো,
মানুষেতে মিশে যাবো,
তখনই মুক্ত হবে আমার গান।
সেই ফেলে আসা,
মেঠো পথের বাকে দু পায়ে ধুলো,
আজো দাড়িয়ে সে ভাবছে কি হ'ল,
তবে কি মিছে ছিলো সেই দিনগুলো,
সেই শেকল ভাঙ্গার গান।
শোন, তবে আজ,
ছুরে ফেলেছি মণি-মুক্তার সাজ,
সাতটা সাগর বুকে তুলছে আওয়াজ,
নেমেছি পথে দু চোখেতে সন্ধান,
আমি আসছি অনির্বাণ;
আমি আসছি অনির্বাণ,
সেই প্রশ্নের দিতে জবাব।
ও হো হো হো হো হো, ও হো হো হো
সুখ আছে তোর চেখে তোর আমার গান।
লা লালা লালা লালা লালা লা
দেখে যা যা অনির্বান লিরিক:
Anirban Lyrics In English:
Sei fele asha
Metho pother bake du paye dhulo
Aajo dariye se vabche ki holo
Tobe ki miche chilo sei dingulo
Sei shikol vanger gan
Shon tobe aaj
Chure felechi moni muktar saj
Sat-te sagoor buke tule awaj
Nemechi pothe du chokhete sondhan
Ami aschi Anirban
Ami aschi Anirban
Sei prosner jobab dite
o ho ho ho ho ho o ho ho ho ho ho
Sukh ache tor chokhe buke amar gan
La lala lala lala lala la