Bol Mon Sukh Bol Lyrics (বল মন সুখ বল) By Subhamita Banerjee

Song Name: Bol Mon Sukh Bol
Singer: Subhamita Banerjee
Music & Lyrics: Nachiketa Chakraborty

Bol Mon Sukh Bol Lyrics In Bengali:

বল মন সুখ বল বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে
বল মন বলে চল না ভেবেই ফলাফল
যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবনে।
বল মন প্রেম বল প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে
ওরে বল মন বল যে জানে সে জানে
একা তুই ই সম্বল।
বল মন সুখ বল বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে।
দুটি চোখ ঢাকে যদি আঁধার
আসে যদি বাধা আবার আবার
যুগ যুগ ধরে তোর পথ চলা
পথেরি ধুলোতে খোঁজা সিংহদ্বার
তবু পথ আরো পথ
শুনি জীবন নাকি
ঝরা ফুল সঙ্গী
আরো কতো যে বাকি।
তবু বল প্রেম বল প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে
ওরে বল মন বল
যে জানে সে জানে একা তুই ই সম্বল।
বল মন সুখ বল বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে।
জানিনা এ অসনির আভাস
ভোরের আকাশ ভুলেছে বিভাস
বাতাসের বাঁশি কই সুর ছড়ায়
নিথর বনানি ছড়ায় দীর্ঘশ্বাস
তবু পথ আরো পথ
শুনি জীবন নাকি..
ঝরা ফুল সঙ্গী আরো কত যে বাকি
তবু বল প্রেম বল প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে
ওরে বল মন বল
যে জানে সে জানে একা তুই ই সম্বল।
বল মন সুখ বল বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে।
বল মন বলে চল না ভেবেই ফলাফল
যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবনে।
বল মন প্রেম বল প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে
ওরে বল মন বল যে জানে সে জানে
একা তুই ই সম্বল।
বল মন সুখ বল লিরিক্স :শুভমিতা ব্যানার্জী
Bol mon shuk bol, Bole chol obirol
Tor shukh name jodi shukh ashe jibone
Bol mon bole chol, Na Vebei folafol
Jodi tor dake boshonto ashe shrabone
Bol mon prem bol premhin jibone
Jibone na thakuk prem thakuk swapone
Ore bol mon bol
Jei jane she jane eka tui shombol
Duti chokhe dhake jodi andhar
Ashe jodi badha abar, abar
Jug jug dhore tor poth chola
Potheri dhulote khoja shinbhotar.
Tobu poth aro poth shuni jibon naki
Jhora phool shongi r o koto je baki
Janina ei kon oshonir avash
Bhorer akashe bhuleche bivash
Batasher bashi koi shur choray
Nithur bonani chorai dirgho shash
See also  Dekhecho Ki Take Lyrics (দেখেছ কি তাকে) By Subhamita Banerjee