Choto Choto Shopner Nil Megh Lyrics (ছোট ছোট স্বপ্নের) Hathat Brishti | Nachiketa Chakraborty

Movie Name : Hothat Brishti (1998)
Vocal, Music & Lyrics : Nachiketa Chakraborty
Directed by : Basu Chatterjee
Story : S. Ahathian

Choto Choto Shopner Nil Megh Lyrics By Nachiketa Chakraborty:-

Choto Choto Shopner Nil Megh Lyrics In Bengali:-

ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি,
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি,
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি।
কখনো আলো-ছায়ার খেলা
কখনো শুধুই আঁধার,
কোথাও থামে ভেজা সহনি
কোথাও ফুলের বাহার।
কোথাও চেতনা পাহাড় ভাঙ্গে
কোথাও বিপন্ন কৃষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি।
কখনো হৃদয় ভাঙ্গার খেলা
কখনো সেতু গড়ার,
কখনো নিজ নিকেতনে মন
কখনো কখনো সবার।
কোথাও চাওয়ার হিসেব মেলে না
কোথাও না পাই সন্তুষ্টি।
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি,
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি,
জীবনের চাকা গেছে আঁকা-বাঁকা
সৃষ্টি বা অনাসৃষ্টি
তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি
এ যেন হঠাৎ বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ
কখনো রোদ্দুর বৃষ্টি।
ছোট ছোট স্বপ্নের নীল মেঘ লিরিক্স:

Choto Choto Shopner Nil Megh Lyrics In English:-

Choto Choto Shopner Nil Megh
Kokhono roddur Brishti
Choto Choto Swapner Nil Megh
Kokhono roddur Bristi
Jiboner Chaka geche anka banka
Srishti Ba ona srishti
Tobu ek mutho sukh jome gele bhabi
E Jeno Hathat Brishti
Choto Choto Swapner Neel Megh
Kokhono roddur bristy
Kokhono alo -chayar kele
Kokhono sudhui andhar
kothao thame veja soy ni
Kothao fuler bahar
Kothao chetona pahar vange
Kothao biponnno bristi
Tobu ek mutho sukh jome gele bhabi
E Jeno Hathat Brishti
Choto Choto Swapner Neel Megh
Kokhono roddur bristy
Kokhono hridoy vangar khela
Kokhono setu goray
kokhono nijo niketone mon
See also  Tumi Ashbe Bole Lyrics (তুমি আসবে বলে)By Nachiketa Chakraborty