Ekhon Onek Raat Lyrics (এখন অনেক রাত) – Ayub Bachchu

Song: Ekhon Anek Raat
Artist: LRB
Album: Ferari Mon

Ekhon Onek Raat Lyrics In Bengali:

এখন অনেক রাত,
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে। (2X)
আবেগী এমন রাতে,
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও ,
আমায় না পেয়ে 
তাই আমি বসে আছি,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে।
চলে যাওয়া সেই পথে,
ঝিরিঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে,
তোমায় না পেয়ে 2x
তাই আমি বসে আছি,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে।
এখন অনেক রাত,
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে।
এখন অনেক রাত,
খোলা আকাশের নীচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে
এখন অনেক রাত খোলা আকাশের নিচে লিরিক্স:
এখন অনেক রাত লিরিক্স:
Ekhon onek raat
Khola akasher niche
Jiboner onek ayojon
Amai dekeche
Tai ami boshe achi
Dorjar opashe
Dorjar opashe 
Abegi amon raate
Bhul kore ei pothe
Eshe jodi fire jao
Amai na peye 
Tai ami boshe achi
Tai ami boshe achi
Dorjar opashe
Dorjar opashe
Chole jawa shei pothe
Jhiri jhiri batashe
Amar ei mon kaade
Tomai na peye
Tai ami boshe achi
Tai ami boshe achi
Dorjar opashe
Dorjar opashe
Ekhon onek raat
Khola akasher niche
Jiboner onek ayojon
Amai dekeche
Tai ami boshe achi
Dorjar opashe
Dorjar opashe 
See also  Sei Tumi Keno Eto Ochena Hole Lyrics (সেই তুমি কেন এত অচেনা হলে) By Ayub Bachchu