Nilame Uthche Desh Lyrics (নিলামে উঠছে দেশ) Nachiketa Chakraborty

Song: Nilame Uthchhe Desh
Artist: Nachiketa Chakraborty
Music Director: Nachiketa Chakraborty
Lyricist: Nachiketa Chakraborty
Album Title: Best Of Nachiketa

Nilame Uthche Desh Lyrics by Nachiketa Chakraborty:-



Nilame Uthche Desh Lyrics In Bengali:-

নিলামে উঠছে দেশ,
নিলামে উঠছে দেশ,
কালখন জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা
বাজে প্রচারের ঢাক মগজ টা করে তাক
ব্রিহন্নলাই আছে সিতা।
হো হো হো নিলামে উঠছে দেশ
কালখন জীবন বাঁচতে চাওয়াটা বিলাসিতা
বাজে প্রচারের ঢাক মগজ টা করে তাক
ব্রিহন্নলাই আছে সিতা।

আমরা অকিঞ্চন জনতা জনার্দন
ধর্মেজিরাফে দুইয়ে আছি
সবাই পন্য সেজে, কাকে কিনবে কে যে
গোটা দেশ জুড়ে সোনা গাছি।
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি।

দূর্গা পুজোর মতো ফি বছর ভোট,
আদর্শ বদলায় ভোটে একজোট
ধর্মের হাত ধরে সাজে অমায়িক,
তবু নাকি চেনা নয় সাম্প্রদায়িক।
সামান্য টেনশন তদান্ত কমিসন,
গণতন্ত্রের মুখে মাছি
সবাই পন্য সেজে, কাকে কিনবে কে যে
গোটা দেশ জুড়ে সোনা গাছি।
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি।

সংবাদ পত্র দৈনিক বা পক্ষ,
শকুনিও নাকি শোনা জায় নিরপেক্ষ
মহাভারতের কথা অমৃত সমান,
পুনরাবৃত্তি সেই রিমেকের গান।
হাওলা গাওলা সব
স্যাওলার মতো ভেসে গেলে
দুই হাত তুলে নাচি,
সবাই পন্য সেজে, কাকে কিনবে কে যে
গোটা দেশ জুড়ে সোনা গাছি।
কেন বেঁচে আছি, বলো কেন বেঁচে আছি।

Nilame Uthche Desh Lyrics In English:-

Nilame utheche desh [2x]
Kalkhon jibon bachte chaowa ta bilasita
Baaje procharer dhak mogoj ta kore thak
Brihonnolai ache sita
Ho ho ho Nilame utheche desh
Kalkhon jibon bachate chawata bilasita
Baje procharer dak mogoj ta kore tak
Brihonnolai ache sita

Amra akinchan jonota jonardon
Dhorme jirafe duiye achi
Sobai ponno seje kake kinbe ke je
Gota desh jure songachi
Keno beche achi bolo keno benche achi
See also  E Mon Byakul Jokhon Tokhon Lyrics (এ মন ব্যাকুল যখন তখন) Nachiketa Chakraborty