Nishi Raate Adharete Bashi Bajay Ke,Nishi Raate Adharete Bashi Bajay Ke New Song,,Subhamita New Song,Subhamita Besta Song,
Song: Nishirate Andharete
Artist: Subhamita
Album: Moner Hodish
Nishirate Andharete Lyrics By Subhamita Banerjee:
Nishirate Andharete Lyrics In Bengali:
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?
স্বপ্নের আবছায়া তেপান্তর সবুজে সাজায় কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায় কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে,
দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?
নিশী রাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?
সে বাঁশির সুরে কি বিষ, না না কেউ জানে না
অবিরাম ডেকে যায়, না না মন মানে না,
লোক লাজ ভাসে আজ কোন উজানে জানে কে
কোন উজানে জানে কে,
স্বপ্নের আবছায়া তেপান্তর সবুজে সাজায় কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায় কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে,
দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?
আকাশে হাজার তারা দিশেহারা এই মনে
ইমন কি করে জানি, না এ মনের সব জানে,
সাত সুরের তেপান্তরে, ডাকে যে আমায় কে
ডাকে যে আমায় কে,
স্বপ্নের আবছায়া তেপান্তর সবুজে সাজায় কে?
স্মৃতীর বাস ছিল দেশান্তর, স্বদেশে ফেরায় কে?
হারানো দু’কূলে, সঠিকে বা ভুলে,
দু’হাত বাড়ায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে?
নিশীরাতে আঁধারেতে বাঁশি বাজায় কে লিরিক্স :শুভমিতা ব্যানার্জী