Rangabati Lyrics (রঙ্গবতী) Gotro | Surojit Chatterjee | Iman Chakraborty

Rangabati, a Sambalpuri folk song of Gotro from the roots of Orissa. rangabati that has won the hearts of many. Rediscovered in Bengali by Surojit Chatterjee and Iman Chakraborty with their melodious voice. 

Song : Rangabati
Movie : Gotro
Singer : Surojit Chatterjee & Iman Chakraborty
Bengali Lyrics : Surojit Chatterjee
Director : Nandita Roy & Shiboprosad Mukherjee

Rangabati Lyrics In Bengali:-


ও রঙ্গবতী রে রঙ্গবতী
আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা
হসি পদে কোহন কথা।
হায় গো লাজে লাজে, লাজে লাজে
হে লাজে লাজে, লাজে লাজে,
লাজে লাজে নাই জাউছে মাথা মোর
নাই করো, নাই করো অথা।

ও রঙ্গবতী রে রঙ্গবতী,
ও রঙ্গবতী রে রঙ্গবতী
রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে
হাবুডুবু তোমারি কথায়।

হায় গো লাজে, লাজে লাজে,
হায় গো লাজে, লাজে লাজে
হায় লাজে লাজে মরে রই রসিক নাগর
মোর নাই কোনো নাই কোনো ব্যথা।

স্বপন দিলে স্বপন, স্বপন আমার দিলে স্বপন
রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হাহাকার
রঙ্গবতী, রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী
ও রঙ্গবতী রে রঙ্গবতী।

প্রিয়া প্রিয়ার নোলক, হাতে কাঁকনও
মন বিহঙ্গনও আমার জীবনও
ধুলায় উড়ি যায় রে,
প্রিয়া প্রিয়ার নোলক, হাতে কাঁকনও
মন বিহঙ্গনও আমার জীবনও
ধুলায় উড়ি উড়ি উড়ি যায় রে।

মুখে কোনো কথা নাই যে গো,
মুখে কোনো কথা নাই যে গো
মুখে কোনো কথা নাই শুধু আকারে সাকারে
আঁখির বাহারে সরিষা ক্ষেতে দুইজন গো,
মন আকারে সাকারে আঁখির বাহারে
সরিষা ক্ষেতে বসে গো।

ডুবে ডুবে ডুবে আমার অন্তর পুড়িল,
ডুবে ডুবে ডুবে আমার অন্তর পুড়িল
কুহু কুহু ডাকে আমার বুকের মাঝে হয় তোলপাড়।

রঙ্গবতী, রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী
ও রঙ্গবতী রে রঙ্গবতী।
হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে
হাবুডুবু তোমারি কথায়।
হায় গো লাজে, লাজে লাজে,
হায় গো লাজে, লাজে লাজে
হায় লাজে লাজে মরে রই রসিক নাগর
মোর নাই কোনো নাই কোনো ব্যথা।
আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা
হসি পদে কোহন কথা।

Rangabati Lyrics In English:-


O rongoboti re rongoboti
Aare rangaboti rangoboti konoklota
Hosi pode kohono kotha
Hay go laje laje lai jauche matha mor
Nai koro kotha

O rangabati re rangabati {2x}
Ronggoboti rongila ontore
Habudubu tomari kothay

hay go laje laje {2x]
laje laje more roi roshik nogor
Mor nai kono nai kono betha

Swopono dile swpono, swpono amar dile swpono
Rupe tomar mori bachi hokkho jure hahakar
Ronggoboti ,Ronggoboti o Ronggoboti re Ronggoboti 

Priya priyar nolok hate kankono
Mon bilono amar jibono
Dhulay uri jay re
Priya priyar nolok hate kankono
Mon bilono amar jibono
Dhulay uri jay re
See also  Masima Hitler Lyrics(মাসিমা হিটলার) GOTRO MOVIE SONG | BABUL SUPRIYO | ANINDYA | NANDITA | SHIBOPROSAD | BISWANATH