Aaj Dujonar Duti Poth Lyrics || আজ দুজনার দুটি পথ ওগো | |Harano Sur || By Hemanta Mukhopadhyay

এটি মূলত হেমন্ত মুখোপাধ্যায়ের একটি বিষণ্ণ মেজাজের সাথে বিচ্ছেদের উপর একটি সুপার হিট বাংলা চলচ্চিত্রের গান। এই গানটির গীতিকার হলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং হেমন্ত মুখার্জি হলেন সঙ্গীত পরিচালক যিনি 1957 সালে সুপারহিট বাংলা ছবি “হারানো সুর” এর জন্য এই চিরসবুজ হিট গানটি রচনা করেছিলেন। এখন আমরা এই সুপারহিট আবেগপূর্ণ গানটিকে একটি লিরিকাল হিসাবে উপস্থাপন করছি এবং সাথে গাইতে হবে। এই গানের মেজাজ এবং থিম চিত্রিত করার জন্য উপযুক্ত রঙিন ছবি দিয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তুলতে। আশা করি নতুন লিরিক্স  রূপ আপনাদের ভালো লাগবে।



Song – Aaj Dujanar Duti Path Ogo

Artiste: Hemanta Mukherjee
Music Director  Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Film: Harano Sur

Aaj Dujonar Duti Poth Lyrics By Hemanta Mukhopadhyay :

Aaj Dujonar Duti Poth Lyrics In Bengali:

আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে
আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে
তোমার ওপথ আলোয় ভরানো জানি,
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে
আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে।
সেই শপথের মালা খুলে
আমারে গেছ যে ভুলে 
সেই শপথের মালা খুলে
আমারে গেছ যে ভুলে 
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে
আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে।
আমার এ কুল ছাড়ি
তব বিশ্বরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি
আমার এ কুল ছাড়ি
তব বিশ্বরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি
আজ যতবার দীপ জ্বালি
আলো নয় তাই কালি
আজ যতবার দীপ জ্বালি
আলো নয় তাই কালি
এ বেদনা তবু সহি হাসি মুখে
নিজেরে লুকায়ে রেখে
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে
আজ দুজনার দুটি পথ ওগো
দুটি দিকে গেছে বেঁকে।
আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে লিরিক্স :হেমন্ত মুখোপাধ্যায়
Aaj Dujonar Duti Poth Ogo
Duti Dike Geche Benke [x2]
Tomar e poth aloy bhorano jani
Amar e poth andhare ache je dheke
Aaj Dujonar Duti Poth Ogo
Duti Dike Geche Beke
Sei shopoter mala khule
Amare gecho je bhule [x2]
Tomari tobu dekhi bare bare
aaj sudhu dure theke
Amar e poth andhare ache je dheke
Aaj Dujonar Duti Path Ogo
Duti Dike Geche Benke
Amar e kul chari
tobo bishoroner kheya-bhora paale
okule diyechi paari [x2]
Aaj joto baar deep jwali
Alo noy pai kali
Aaj joto baar deep jwali
Alo noy pai kali
E bedona tobu haasi mukhe
nijere lukaye rekhe
Amar e poth andhare ache je dheke
Aaj Dujonar Duti Path Ogo
Duti Dike Geche Benke
See also  Aaj Krishnachurar Abir Niye Lyrics || আজ কৃষ্ণচূড়ার আবীর নিয়ে আকাশ খেলে হোলি || By Sandhya Mukherjee || Hemanta Mukherjee