Bishakto Manush Lyrics (বিষাক্ত মানুষ) By Rupam Islam || Fossils

Album – Fossils (2002)
Singer – Rupam islam

Bishakto Manush Lyrics  By Rupam Islam :

Bishakto Manush Lyrics  In Bengali:

সে চেনালো, আমাকে
এ শহরের, অলিগলি
সে পাঠাল, উপহার
একটা চক্রব্যূহ,
সে চক্রব্যূহে আজও,
বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও,
গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে,
তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে,
মরে যাওয়ার আশায়..
আমি ভালবাসি যাকে,
সে বিষাক্ত মানুষ
সবুজ তার শিরা,
ফ্যাকাশে আঙুল
নীলাভ তার ঠোঁটে,
সাপের ছোবল
নিলয়ে অলিন্দে,
খামখেয়ালি প্রবাহ..
আমি দেখেছি আঁধারে,
দেখেছি আলোকে
যেমন করে দেখে,
কোনও মুগ্ধ বালকে
বীভৎস শরীরে,
বিষাক্ত ক্ষত
অবিশ্বাস ও ঘৃণার,
প্রতিমা শাশ্বত..
সে চক্রব্যূহে আজও,
বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও,
গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে,
তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে,
মরে যাবার আশায়.. 
সে চক্রব্যূহে আজও,
বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও,
গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে,
তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে,
মরে যাবার আশায়.. 
সে চক্রব্যূহে আজও,
বন্দি হয়ে আছি
সে চোরাবালি আজও,
গ্রাস করছে আমাকে
ভালবাসি তাকে,
তার নিষিদ্ধ অসুখের
একরোখা ভাইরাসে,
মরে যাবার আশায়.. 

Bishakto Manush Lyrics In English:

Shey chenalo amaake
 e shohorer oli goli
Shey pathalo, upohar,
ekta chokrobuho…
She chokrobuhe aajo, 
Bondi hoye aachi
Shey chorabali aajo
 Grash korchhe aamake
Bhalobashi take
 Tar nishidho oshukher
Ekrokha viruse 
more jawar ashay
Ami bhalobashi jake
 shey bishakto manush
Shobuj tar shira
 Fekashe angul
Neelabho tar thote
 Shaper chobol
Neloye olindey
khamkheyali probaho
Ami dekhechi adhare
 Dekhechi aloke
Jemon kore dekhe
Kono mugdho baloke
Bibhatsho shorire
Bishakto khoto
Obishashow ghrinar
 Protima shwashoto
See also  Nil Rong Chilo Bhishon Priyo Lyrics (নীল রঙ ছিল ভীষণ প্রিয়) By Rupam Islam