Ei Meghla Dine Ekla Lyrics || এই মেঘলা দিনে একলা লিরিক্স || By Hemanta Mukherjee || Shesh Porjonto || Gauriprasanna Mazumder

এটি মূলত হ্যাপি রোমান্টিক মেজাজে হেমন্ত মুখার্জির একটি সুপারহিট বাংলা চলচ্চিত্রের গান। এই গানটির গীতিকার হলেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং হেমন্ত মুখার্জি হলেন সঙ্গীত পরিচালক যিনি 1960 সালে বিশ্বজিৎ অভিনীত সুপার হিট বাংলা চলচ্চিত্র “শেষ পর্যন্ত ” এর জন্য এই চিরসবুজ হিট গানটি রচনা করেছিলেন। এখন আমরা এই সুপারহিট আবেগপূর্ণ গানটিকে একটি লিরিকাল হিসাবে উপস্থাপন করছি। পাশাপাশি এবং এই গানের মেজাজ এবং বিষয়বস্তু চিত্রিত করার জন্য উপযুক্ত রঙিন ছবি দিয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তুলতে। আশা করি লিরিক্স  নতুন রূপ আপনাদের ভালো লাগবে।


Ei Meghla Dine Ekla Lyrics  By Hemanta Mukherjee :

Song: Ei Meghla Dine Ekla
Album Title:  Shes Parjyanta
Artist:  Hemanta Mukherjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist:  Gauriprasanna Mazumder
Director:  Sudhir Mukherjee

Ei Meghla Dine Ekla Lyrics In Bengali:

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন,
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
যুথি বনে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া।
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন,
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে।
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।
এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনাতো মন লিরিক্স :হেমন্ত মুখোপাধ্যায়

Ei Meghla Dine Ekla Lyrics In English:

Ei meghla dine ekla 
Ghore thakena-to mon
Kache jabo kobe pabo
Ogo tomar nimontron
Juthi bone oi hawa 
Kore sudhu asha jawa
Hay hay re din jay re
Bhore andhare bhubon
Kache jabo kobe pabo 
Ogo tomar nimantran
Sudhu jhore jhoro jhoro 
Aaaj bari sharadin
Aaj jeno meghe meghe 
Holo mon je udashin
Aaaj ami khone khone 
Ki je bhabi anmone
Tumi asbe ogo haasbe 
Kobe hobe shey milon.
Kache jabo kobe pabo
Ogo tomar nimontron
Ei meghla dine ekla 
Ghore thakena-to mon
Kache jabo kobe pabo
Ogo tomar nimontron
See also  Ekhon Onek Raat Lyrics (এখন অনেক রাত) Hemlock Society | Anupam Roy | Srijit Mukherji | Parambrata | Koel | SVF