Ei Srabon Lyrics (এই শ্রাবণ ধুয়ে ফেলুক) By Rupam Islam, Baishe Shrabon

Film : Baishe Srabon
Producer : Shree Venkatesh Films
Writer & Diretcor : Srijit Mukherji
Singer: Rupam Islam
Composer/lyricist: Anupam Roy

Ami Kanta Tarei Sukhi By Rupam Islam:

Ei Srabon Lyrics In Bengali:

আমি কাঁটাতারেই সুখী
এই  কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়া গুলো
এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো
এই শ্রাবণ ভিজিয়ে দিক দীর্ঘ ছায়া গুলো
এই শ্রাবণ নেভাক আগুন এই ফুটপাতের রাত
এই শ্রাবণ মনে পড়া পুরনো আঘাত।
জল জমেছে, বুকের ভিতর, রোদের অভাবে,
সময় এলে পড়বে চুঁয়ে, নিজের স্বভাবে।
আমি কাঁটাতারেই সুখী
এই  কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই।
এই শ্রাবণ নাম লেখা গাছের পাতার তলে
এই শ্রাবণ মিশলো পুকুর ড্রেনের জলে
এই শ্রাবণ বাক্স বন্দী কিছু ইচ্ছে আছে
এই শ্রাবণ স্যাঁতস্যাঁতে খুব আমার কাছে।
অবাধ যত্নে সামলে চলা ফুরিয়ে যাওয়ার ভয়
ভাবলি কেন দুঃখ পাব দুঃখ আমার নয়।
আমি কাঁটাতারেই সুখী
এই  কুয়াশাতে উঁকি দিয়ে
রাজি মিথ্যে নিতে
আসলে সত্যি বলে সত্যি কিছু নেই.
See also  Niskraman Lyrics (নিষ্ক্রমণ) - Fossils Rupam islam