ADS

Har Mana Har Porabo Tomar Gole Lyrics (হার মানা হার পড়াবো তোমার গলে) By Rabindra Sangeet

Share:
জয়তী চক্রবর্তীর গাওয়া হর মন হার পোড়াবো তোমার গোলে রবীন্দ্র সঙ্গীত। বাংলায় গানের কথা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একই গান গেয়েছেন শিবাজী চ্যাটার্জি, শ্রাবণী সেন, শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সাহেব চ্যাটার্জি, দুর্নিবার সাহা এবং অনেক শিল্পী তাদের নিজস্ব উপায়ে।

Song: Har Mana Har
Album Title Master: Har Mana Har-Swagata Khatua
Artist: Swagata Khatua
Music Director: Rabindranath Tagore
Lyricist: Rabindranath Tagore

Har Mana Har Porabo Tomar Gole Rabindra Sangeet Lyrics 




Har Mana Har Porabo Tomar Gole Lyrics In Bengali:-

হার মানা হার পড়াবো তোমার গলে
হার মানা হার পড়াবো তোমার গলে
দূরে রব কত আপন বলের ছলে
হার মানা হার পড়াবো তোমার গলে

জানি আমি জানি ভেসে যাবে অভিমান
নিবিড় ব্যথায় ফাটিয়ে পড়িবে প্রাণ 
জানি আমি জানি ভেসে যাবে অভিমান
নিবিড় ব্যথায় ফাটিয়ে পড়িবে প্রাণ 
শূন্য হিয়ার বাঁশিতে বাজিবে গান
পাষান তখন গলিবে নয়ন জলে
হার মানা হার পড়াবো তোমার গলে

শতদল দল খুলে যাবে থরে থরে
লুকানো রবে না মধু চিরদিনতরে
শতদল দল খুলে যাবে থরে থরে
লুকানো রবে না মধু চিরদিনতরে

আকাশ জুড়িয়া চাইবে কাহার আঁখি
ঘরের বাইরে নীরবে লইবে ডাকি
আকাশ জুড়িয়া চাইবে কাহার আঁখি
ঘরের বাইরে নীরবে লইবে ডাকি
কিছুই সেদিন কিছুই রবে না বাকি
পরম মরণ লভিব চরণতলে
হার মানা হার পড়াবো তোমার গলে

হার মানা হার পরাব তোমার গলে স্বরলিপি:

Har Mana Har
Porabo Tomar Goley [x2]
Dure robo koto apon bolero choley
Haar mana haar
Porabo tomar gole

Jani ami jani
bhese jabe obhimaan
Nibiro bethay haatiya poribe praan
Shunno hiyar banshi-te bajibe gaan
Pashan tokhon golibe noyono jole
Haar maana har
Porabo tomar gole

Shotodolo dolo
khule jabe thore thore
Lokano robe na
modhu chirodin tore [x2]

Akash juriya chahibe kahar ankhi
Ghorero bahire nirobe loibe daaki
Kichui sedin kichui robe-na baaki
Gobhir moron lohibo chorono tole

Har Maana Har
Porabo Tomar Gole [x2]
Dure robo koto apon bolero chole
Haar mana haar
Porabo tomar gole

No comments