Jibon Jokhon Lyrics (জীবন যখন) | Rabindra Sangeet | Susmita Patra

Lyrics and Composition : Rabindranath Tagore
Singer : Susmita Patra
Music Designed By : Sandipan Ganguly (Bublu)
Rhythm :  Joydeb Nandi




Lyrics:-
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো
সকল মাধুরী লুকায়ে যায়,
গীতসুধারসে এসো। 
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো

কর্ম যখন প্রবল-আকার
গরজি উঠিয়া ঢাকে চারি ধার,
কর্ম যখন প্রবল-আকার
গরজি উঠিয়া ঢাকে চারি ধার,
হৃদয়প্রান্তে হে জীবননাথ,
শান্তচরণে এসো।
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো

আপনারে যবে করিয়া কৃপণ
কোণে পড়ে থাকে দীনহীন মন,
দুয়ার খুলিয়া হে উদার নাথ,
রাজ-সমারোহে এসো।

আপনারে যবে করিয়া কৃপণ
কোণে পড়ে থাকে দীনহীন মন,
দুয়ার খুলিয়া হে উদার নাথ,
রাজ-সমারোহে এসো।

বাসনা যখন বিপুল ধুলায়
অন্ধ করিয়া অবোধে ভুলায়
ওহে পবিত্র, ওহে অনিদ্র,
রুদ্র আলোকে এসো। 

জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো
সকল মাধুরী লুকায়ে যায়,
গীতসুধারসে এসো। 
জীবন যখন শুকায়ে যায়
করুণাধারায় এসো
See also  Moron Re, Tuhu Momo Syamsaman (মরণ রে, তুহু মম শ্যামসমান) - Bengali Lyrics.