Khelaghor Bandhte Legechi Lyrics (খেলাঘর বাঁধতে লেগেছি) Rabindrasangeet

Singer : Madhuraa Bhattacharya
Music arrangements : Joy Sarkar
Programming : Souptik Mazumder 
Violin, Viola : Sandipan Ganguly 
Sarod : Pratik Shrivastav 
Mixing and mastering : Goutam Basu

Khelaghor Bandhte Legechi Lyrics  By Rabindrasangeet

Khelaghor Bandhte Legechi Lyrics In Bengali:

খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
কত রাত তাই তো জেগেছি
বলবো কী তোরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
প্রভাতে পথিক ডেকে যায়
অবসর পাই নে আমি হায়,
বাহিরের খেলায় ডাকে সে,
যাব কী করে,
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
যা আমার সবার হেলাফেলা
যাচ্ছে ছড়াছড়ি,
পুরোনো ভাঙা দিনের ঢেলা,
তাই দিয়ে ঘর গড়ি।
যে আমার নতুন খেলার জন
তারি এই খেলার সিংহাসন,
ভাঙারে জোড়া দেবে সে
কিসের মন্তরে,
খেলাঘর বাঁধতে লেগেছি
আমার মনের ভিতরে,
খেলাঘর বাঁধতে লেগেছি।
See also  Moron Re, Tuhu Momo Syamsaman (মরণ রে, তুহু মম শ্যামসমান) - Bengali Lyrics.