ADS

Koto Din Pore Ele Lyrics (কতদিন পরে এলে) - Hemanta Mukhopadhyay

Share:
Song: Kato Din Pare Ele
Film Title: Chyanika
Artist: Hemanta Mukherjee
Lyricist: Pulak Banerjee

Koto Din Pore Ele Lyrics By Hemanta Mukhopadhyay :



Koto Din Pore Ele Lyrics In Bengali:

কতদিন পরে এলে,
কতদিন পরে এলে, একটু বসো
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিলো
যদি শোন... কতদিন পরে এলে।

আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে 
আকাশে বৃষ্টি আসুক
গাছেরা উঠুক কেঁপে ঝড়ে
সেই ঝড় একটু উঠুক
তোমার মনের ঘরে।
বহুদিন এমন কথা বলার ছুটি
পাইনি যেন..
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন .. কতদিন পরে এলে।

জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা 
জীবনের যে পথ আমার
ছিল গো তোমার ছায়ায় আঁকা 
সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা
চেনা গান বাজলো যদি
বেজেই আবার থামবে কেন..
কতদিন পরে এলে, একটু বসো
তোমায় অনেক কথা বলার ছিল
যদি শোন.. কতদিন পরে এলে।

কতদিন পরে এলে লিরিক্স:

Koto Din Pore Ele Lyrics In English:

Kotodin Pore Ele Ektu Bosho
Tomae Onek Kotha Bolaar Chilo
Jodi Shuno 

Akashe Brishti Aashuk
Gachera Uthuk Kepe Jhore
Shei Jhor Ektu Uthuk
Tomar Moner Ghore

Bohudin Amon Kothaa Bolar Chuti
Paaini Jaano 

Jiboner Je Poth Amar
Chilo Go Tomar Chayaae Akaa 
Shei Poth Temni Aache
Shobuj Ghashe Dhakaa

Chena Gaan Bajlo Jodi
Bejei Abar Thambe Kano

1.কোন ছবিতে "কাতো দিন পোরে এলি" গানটি রয়েছে?
‘কত দিন পরে এলে’ গানটি ‘ছায়ানিকা’ ছবির।

2."কত দিন পরে এলে" গানটির শিল্পী/গায়ক কে?
গানটি পরিবেশন করেছেন হেমন্ত মুখোপাধ্যায়।

3."কত দিন পরে এলে" গানটির কথা কে লিখেছেন?
"কত দিন পরে এলে" গানের কথা লিখেছেন পুলক ব্যানার্জি।

No comments